97 Desk

শফিউলের সর্বনাশে রুবেলের পৌষ মাস!

উইন্ডিজদের বিপক্ষে অ্যান্টিগায় প্রথম টেস্টে বল হাতে খুব বেশি ভাল করেননি রুবেল হোসেন। স্যাবাইনা পার্কে আজ থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তাই শফিউলের খেলার সম্ভাবনা ছিল উজ্জ্বল। তবে তেমনটি হচ্ছে না, ইনজুরিতে পড়েছেন শফিউল ইসলাম। শফিউলকে মাঠের বাইরে থাকতে হবে অন্তত ৬ সপ্তাহ।

গতকাল ফিল্ডিং অনুশীলন করার সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান ২৮ বছর বয়সী ডানহাতি পেসার শফিউল ইসলাম। যার কারণে দ্বিতীয় টেস্টে তো বটেই, শফিউলকে মাঠের বাইরে থাকতে হবে অন্তত ৬ সপ্তাহ৷

চোট পাবার পর তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। স্থানীয় হাসপাতালে করানো এক্স-রে’তে চিড় ধরা না পরলেও পরবর্তীতে টাইগারদের ফিজিও থিহান চন্দ্রমোহন নিশ্চিত করেন দ্বিতীয় টেস্টে শফিউলকে না পাওয়ার বিষয়টি।

একই সাথে তাকে সপ্তাহ ছয়েক পর্যবেক্ষণে রাখা হবে জানিয়ে তিনি বলেন, ‘দ্বিতীয় টেস্টের জন্য সে আর বিবেচিত হচ্ছে না। তাকে তিন থেকে ছয় সপ্তাহের পর্যবেক্ষণে রাখা হবে।’

শফিউল ইসলামকে একাদশে রাখার সিদ্ধান্ত হয়েছিল দ্বিতীয় টেস্টে। সেক্ষেত্রে বাদ পড়তে হতো রুবেল হোসেনকে। এখন শফিউলের ইনজুরির কারণে আরেক দফা সুযোগ পেতে পারেন রুবেল হোসেন।

আবার তিন পেসার না খেলিয়ে তিন স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিলে বাংলাদেশের একাদশে সুযোগ পেতে পারেন তাইজুল ইসলাম। সেক্ষেত্রে অবশ্য জায়গা হারাবেন রুবেল হোসেন।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ

তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন/ তাইজুল ইসলাম।

মন্তব্য

CRICKET- 97
অবশেষে ‘৩’ বছর পর ‘বাংলাওয়াশ’

২০১৫ সালের নভেম্বরে এই জিম্বাবুয়েকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাওয়াশ করেছিল বাংলাদেশ। প্রায় ৩ বছর পর আবার শোনা গেলো ‘বাংলাওয়াশ’...

ইমরুল কায়েস বাংলাদেশ-জিম্বাবুয়ে সৌম্য সরকার

বিস্তারিত

CRICKET- 97
দ্বিতীয় দিনে এসে মাঠে গড়িয়েছে প্রস্তুতি ম্যাচ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল (২৯ অক্টোবর) থেকে শুরু হবার কথা ছিল তিন দিনের প্রস্তুতি ম্যাচ। তবে বৃষ্টির কারণে...

বাংলাদেশ-জিম্বাবুয়ে

বিস্তারিত

CRICKET- 97
স্লিপ নিয়ে দুশ্চিন্তা আছে রোডসেরও, তবে…

টেস্ট ক্রিকেটে ফিল্ডিংয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো স্লিপ। এতে বাংলাদেশি ফিল্ডাররা বেশিরভাগ সময়েই ব্যর্থ। টেস্টে স্লিপ ফিল্ডিংয়ে ভালো না করায় ঘরোয়া...

স্টিভ রোডস

বিস্তারিত

CRICKET- 97
‘ভাই এখানে গুলি চলছে, আমাদের বাঁচান’

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ হামলায় প্রাণে বেঁচে গেছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। ওই মসজিদে বাংলাদেশি ক্রিকেটাররা পবিত্র জুমা আদায় করার...

ইএসপিএনক্রিকইনফো তামিম ইকবাল মোহাম্মদ ইসাম

বিস্তারিত

CRICKET- 97
সাব্বির থাকবে নাকি রুবেল আসবে?

প্রথম ম্যাচে বাংলাদেশের চ্যালেঞ্জ ছিল নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের দেখা পাওয়া। দ্বিতীয় ম্যাচে আরও একটি চ্যালেঞ্জ যোগ হয়েছে। এবার টাইগারদের...

বাংলাদেশ-নিউজিল্যান্ড রুবেল হোসেন সাব্বির রহমান

বিস্তারিত

CRICKET- 97
কোচ নয়, উপদেষ্টা কার্স্টেন!

সামনে শ্রীলঙ্কা সিরিজ তাই বিসিবির ব্যস্ততা এখন নতুন কোচ নিয়োগ নিয়ে। চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর তারকা বহুল এই দলকে সামলাতে...

বাংলাদেশ বিসিবি

বিস্তারিত

  • Developed By :