97 Desk

লাকমাল-বন্দরসে’র সঙ্গে লঙ্কান টি-টোয়েন্টি দলে নতুন চমক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। কিন্তু পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চারটিতেই ইতিমধ্যে হেরেছে তারা। শনিবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। তিন ম্যাচ টিটোয়েন্টি সিরিজকে সামনে রেখে আজ বৃহস্পতিবার লাসিথ মালিঙ্গাকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। টি-টোয়েন্টিতে প্রথম বারের মতো ডাক পেলেন ব্যাটসম্যান প্রিয়ামল পেরেরা

ঘোষিত টি-টোয়েন্টি দলে ডাকা হয়েছে লেগ স্পিনার জেফরি বন্দরসেকে। তার পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটে ডাক পেয়েছেন পেসার সুরঙ্গা লাকমলও। ‍মূলত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করার কারণেই তাকে দলে ডাকা হয়েছে। ২০১১ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল লাকমলের। সেই থেকে লঙ্কানদের হয়ে তিনি মাত্র ১০টি ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ৭টি।

১৬ সদস্যের দলে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে অভিষেক হওয়ার প্রিয়ামল পেরেরাকে। যদিও অভিষেক ম্যাচে ডাক মেরেছিলেন তিনি।

ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোটে পড়া শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশাল পেরেরা নেই টি-টোয়েন্টি সিরিজে। পেরেরার মত ফর্মে থাকা ক্রিকেটারের চোট লঙ্কানদের জন্য দুঃসংবাদই। যথারীতি দিনেশ চান্দিমালকে দলে নেওয়া হয়নি।

ওয়ানডে সিরিজ শেষে চন্ডিকা হাথুরুসিংহেকে দেশে ফেরত আসতে বলেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ফিল্ডিং কোচ স্টিভ রিক্সন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। চলবে ২৪ মার্চ পর্যন্ত।

শ্রীলঙ্কার টিটোয়েন্টি স্কোয়াড: 

লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা, অভিষকা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রিয়ামল পেরেরা, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমল, ইসুরু উদানা, আসিথা ফার্নান্দো, আকিলা ধনঞ্জয়া, জেফরি বন্দরসে ও লাকসান সান্দাকান।

মন্তব্য

CRICKET- 97
দ্বিতীয় টেস্টের দলে অধিনায়কের সাথে ফিরেছেন থিরিমান্নে ও সান্দাকান

প্রথম টেস্ট শুরুর ঠিক আগের মুহুর্তে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ছিটকে গিয়েছিলেন নতুন টেস্ট অধিনায়কের দায়িত্ব পাওয়া দিনেশ চান্দিমাল। শ্রীলঙ্কার জন্য...

বিস্তারিত

CRICKET- 97
বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে না খেললে উল্টো বিপদে পড়বে ভারত!

সম্প্রতি কাশ্মীরের পুলওয়ামাতে পাকিস্তানভিত্তিক জঙ্গিসংগঠনের বোমা হামলায় ভারতীয় সেনা সদস্য নিহতের ঘটনায় ভারতবাসির দাবি বয়কট করা হোক বিশ্বকাপে পাকিস্তান-ভারত ম্যাচ,...

বিসিসিআই ভারত ভারত-পাকিস্তান

বিস্তারিত

CRICKET- 97
নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন স্টোকস-হেলস

ওয়ানডে দলে ফিরতে চলেছেন ইংলিশদের সেরা অলরাউন্ডার বেন স্টোকস এবং তার সতীর্থ অ্যালেক্স হেলস। ব্রিটিশ গণমাধ্যম সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ার...

বেন স্টোকস

বিস্তারিত

  • Developed By :