97 Desk

বাউন্সারেই বাংলাদেশকে ঘায়েল করতে চান বোল্ট

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে। কিউই বোলারদের শর্ট বলে কুপোকাত হয় বাংলাদেশের ব্যাটসম্যানরা। কিউই পেসারদের শর্ট বলের বাউন্সে দম বের হয়ে যায় বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের। হ্যামিল্টন টেস্টের মতো ওয়েলিংটনেও বাংলাদেশকে শর্ট বলকরার হুমকি দিয়ে রাখলেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। এবারো ‘শর্ট বল’-এ আস্থা রাখছেন এই কিউই পেসার। 

নিউজিল্যান্ড পেসারদের গতি আর সুইয়েই বেশি ভয় পাওয়ার কথা বাংলাদেশ ব্যাটসম্যানদের। কিন্তু না, শর্ট বলেই পুড়তে হচ্ছে সফরকারীদের। গেল হ্যামিল্টন টেস্টেও সেই চিত্রই ফুঁটে উঠেছে। বোল্ট এবারো বাউন্সারেই ঘায়েল করতে চান তামিমদের।

দুই বছর আগে এই ওয়েলিংটনের বেসিন রিজার্ভের উইকেটেই সাকিব-মুশফিকের ৩৫৯ রানের রেকর্ড জুটিতে  প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৯৫ রান তুলেও হেরেছিল বাংলাদেশ। সেই অভিজ্ঞতা থেকেই বোল্ট মনে করছেন, ওয়েলিংটন টেস্টে বাংলাদেশ দলও শর্ট বলের মুখোমুখি হওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছে। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমকে বোল্ট বলেন,

‘আমি নিশ্চিত ওরাও জানে এটাই (শর্ট বল) হবে। আমার মনে হয় এটি ভালো কৌশল (শর্ট বল, যখন নাকি উইকেটে বোলারদের জন্য খুব বেশি কিছু থাকেন না।’

কিউই তিন পেসারের মধ্যে শর্ট বল দিয়ে বাংলাদেশকে সবচেয়ে ভুগিয়েছেন ওয়েগনার। দ্বিতীয় টেস্টেও  ওয়েগনারের ‘শর্ট বল’-এ আস্থা রাখছেন বোল্ট,

‘আমাদের ওয়াগনার আছে যে টানা এই কৌশল (শর্ট বলের) কাজে লাগাতে পারে। ওটা প্রয়োগ করে আমরা সফল হয়েছি। নিশ্চিত থাকেন ওয়েলিংটনেও এটা চলবে।’

বোল্ট মনে করছেন প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসের মতো এবারো বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো প্রতিরোধ গড়ে তুলবে,

‘এটা টেস্ট ক্রিকেট, তাই সহজ হওয়ার না। আগের টেস্টে বাংলাদেশের ১০ উইকেট সবার ঘাম ঝরেছে। তবে এরকম কষ্ট করে জেতার মাঝে মজাও আছে, এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, বরাবরই চ্যালেঞ্জিং।’

বাংলাদেশ সময় শুক্রবার ভোর চারটায় ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

মন্তব্য

CRICKET- 97
তিন অর্ধশতকে বাংলাদেশের পুঁজি ২৫৭

ক্লনটার্ফের ক্রিকেট ক্লাব মাঠটা বাংলাদেশী ক্রিকেটারদের কাছে নতুন হলেও মাঠ দেখে জাতীয় দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশের ঠোঁটের কোনায় হয়তোবা...

ত্রিদেশীয় সিরিজ ম্যাচ রিপোর্ট

বিস্তারিত

CRICKET- 97
প্রস্তুতি ম্যাচে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয়

আগামী ১লা জুন থেকে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বের আগে অংশগ্রহণকারী দলগুলো কন্ডিশনের সাথে মানিয়ে নিতে খেলছে...

চ্যাম্পিয়ন্স ট্রফি প্রস্তুতি ম্যাচ

বিস্তারিত

CRICKET- 97
কিউইদের কেন্দ্রীয় চুক্তিতে রাভাল, গ্র্যান্ডহোম আর ব্রুম

উদ্বোধনী ব্যাটসম্যান জিৎ রাভাল, অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম এবং মিডল অর্ডার ব্যাটসম্যান নেইল ব্রুমকে নিউজিল্যান্ড বোর্ড নিয়ে এসেছে কেন্দ্রীয় চুক্তিতে। ...

কেন্দ্রীয় চুক্তি

বিস্তারিত

  • Developed By :