97 Desk

‘দ্বিতীয় টেস্টেও নেই মুশফিক’

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময়ে চোট পান মুশফিক। আঙুল ও কবজির চোট নিয়ে হ্যামিল্টন টেস্ট খেলতে পারেননি মুশফিকুর রহিম। ইজুরিতে এখনো ভুগছেন মুশফিকুর রহিম। চোট আক্রান্ত জায়গায় ব্যথা রয়ে যাওয়াতে দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত উইকেটকিপারব্যাটসম্যান। বাংলাদেশ দলের হেড কোচ রোডস সরাসরি জানিয়ে দিয়েছেনদ্বিতীয় টেস্টেও তার খেলার সম্ভাবনা খুবই কম।

দ্বিতীয় টেস্ট খেলতে হ্যামিল্টন থেকে গতকালই বাংলাদেশ দল পৌঁছেছে ওয়েলিংটনে। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুক্রবার শুরু হবে দ্বিতীয় টেস্ট। ওয়েলিংটনে পৌঁছে অনুশীলনে গিয়েই মিলে মুশফিককে না পাওয়ার ইঙ্গিত।

আজ বুধবার নেটে ব্যাটিং অনুশীলন করতে নামেন মুশফিক। তাকে টেনিস বল, রাবার বল ও ক্রিকেট বল দিয়ে ব্যাটিং অনুশীলন করানো হয়। টেনিস ও রাবার বলে খুব একটা সমস্যা না হলেও ক্রিকেট বল দিয়ে ব্যাটিং করার সময় এখনো কব্জিতে ব্যাথা অনুভব করছে।

ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টেও তাঁর খেলা অনিশ্চিত। বাংলাদেশ কোচ স্টিভ রোডস জানিয়েছেন, ওয়েলিংটনে মুশফিকের খেলা নিয়ে যথেষ্ট সংশয় আছে।

‘আজ মুশফিককে নেটে নেওয়া হয়েছিল। আমরা টেনিস, রাবার ও ক্রিকেট বল দিয়ে কিছু কাজ করেছি। যখন আমরা ক্রিকেট বল দিয়ে তাকে ব্যাটিং করতে বলেছি তখন সে কিছুটা ব্যাথা অনুভব করেছে লিগামেন্ট এরিয়ায়। দ্বিতীয় টেস্টের জন্য তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে ভালো খবর হচ্ছে সে তৃতীয় টেস্টের বিবেচনায় আছে। আশা করছি সেই পর্যন্ত সবকিছু ভালোভাবেই আগাবে।’

রোডস এই দুঃসংবাদ শোনানোর পর সুসংবাদও দিয়েছেন মুশফিকের চোট নিয়ে। তৃতীয় টেস্টের আগেই তাঁর সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশায় বুক বেঁধেছেন রোডস,

‘সুসংবাদ হলো সে তৃতীয় টেস্টে ফেরার (দলে) পথেই আছে। আশা করি এই পথে আর কোনো সমস্যা হবে না।’

মন্তব্য

CRICKET- 97
স্বস্তিতে তামিম ইকবাল, জানিয়েছেন কারণ

নিদাহাস ট্রফির পর পাকিস্তান সুপার লিগে খেলতে সেখান থেকেই দুবাই হয়ে পাকিস্তানের বিমান ধরেছিলেন তামিম ইকবাল। সেখানেই নিজ দল পেশোয়ার...

তামিম ইকবাল বাংলাদেশ

বিস্তারিত

CRICKET- 97
জানানো হলো টাইগারদের অনুশীলন ক্যাম্পের সময়

আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা বিরতির পর সামনে বেশ ব্যস্ত সূচি টিম বাংলাদেশের সামনে। আসছে জুনে আফগানিস্তান সিরিজ দিয়েই শুরু হবে সেই...

বাংলাদেশ-আফগানিস্তান বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

বিস্তারিত

CRICKET- 97
‘এক হাতে তালি বাজে না!’

সতীর্থদের খেলতে দেখেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে, সতীর্থরা এখন খেলছেন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)। অথচ কোথাও খেলার সুযোগ মেলেনি...

প্রথম আলো সাব্বির রহমান

বিস্তারিত

  • Developed By :